ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

রাতের আঁধারে নাটোরের বাগাতিপাড়ায় দোকানে চুরি!

রাতের আঁধারে নাটোরের বাগাতিপাড়ায় দোকানে চুরি!, ছবি: সংগৃহীত।

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় রাতের অন্ধকারে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে এক লাখ টাকা ও কিছু মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার তমালতলা বাজারে অবস্থিত ‘ভাই-ভাই স্টোরে’ এই চুরির ঘটনা ঘটে। দোকানটির স্বত্বাধিকারী বাদশা আলী উপজেলার সদর ইউনিয়নের কুটিবাঁশবাড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।বাদশা আলী জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে তিনি বাড়ি ফেরেন। আজ বুধবার সকালে এসে দেখেন, দোকানের পেছনের টিনের নিচে দেওয়ালের কয়েকটি ইট খোলা। ওই স্থান দিয়ে চোর ঢুকে এক লাখ টাকা ও মালামাল নিয়ে যায়। 

বাজার কমিটির সভাপতি ইনতাজ আলী বলেন, বাজারে নৈশপ্রহরী থাকার পরেও চুরির ঘটনা উদ্বেগজনক, বিষয়টি খতিয়ে দেখা হবে।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আকতারী বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইলের গুরুত্বপূর্ণ চার স্থাপনায় হুথির ড্রোন হামলা

পিএসজি ছেড়ে কোথায় পাড়ি জমাচ্ছেন দোন্নারুমা

পাবনা থেকে সব রুটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ভারতকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার হুমকি পাকপ্রধানমন্ত্রীর

তফসিল ঘোষণার আগেই আমি সরকার থেকে সরে যাবো : উপদেষ্টা আসিফ 

নাটোরে সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু