ভিডিও মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

সংবাদ সম্মেলন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দাবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দাবি। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মহাসচিব মিজানুর রহমান সরকারের পক্ষে বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ করিম গতকাল মঙ্গলবার এই সংবাদ সম্মেলন করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে।

এবার অংশগ্রহণ না করার ব্যাপারটি শিশুদের মধ্যে একটি বৈষম্যমূলক মনোভাব গড়ে তুলবে, যা জাতীয় শিক্ষানীতির সাম্যের পরিপন্থী। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে, এতে শিক্ষার্থী ও তাদের পরিবারের ওপর যে মানষিক চাপ তৈরি হবে। প্রাথমিক শিক্ষা মানে কেবল স্বাক্ষরতা নয়, ভবিয়তের জন্য একটি শক্ত ভিত গড়ে দেওয়া। সেই ভিত গড়ার আগেই যদি বৈষম্য শুরু হয়, তাহলে কীভাবে সমতার সমাজ গড়া সম্ভব হবে।

আরও পড়ুন

এমতাবস্থায় গত ১৭ জুলাইয়ের পরিপত্রটি বাতিল করে অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাথমিক শিক্ষায় অংশীজন হিসেবে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমঅধিকার যেন অক্ষুন্ন থাকে তার প্রতি জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে, ২০ আগস্টের মধ্যে সংগঠনের দাবিসমূহ বাস্তবায়িত না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও, পরবর্তীতে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় ঘেরাও, মার্চ ফর ঢাকাসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় শেষ হলো নৌকাবাইচ 

দিনাজপুরের আর্লি-৪৫ জাতের শিম চাষ করে ব্যাপক সফলতা

লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্য গ্রেফতার

রাজধানীতে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা

নওগাঁর রাণীনগরে লাখ টাকার নিষিদ্ধ রিং জাল বিনষ্ট

পাবনার চাটমোহরে অবৈধ সোঁতিবাঁধ অপসারণ করলেন ইউএনও