বগুড়ার শাজাহানপুরে প্রাণ ডেইরিতে ডাকাতি
_original_1754741957.jpg)
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে প্রাণ ডেইরি কোম্পানিতে ডাকাতি হয়েছে। গতকাল শুক্রবার দিনগত রাতে উপজেলার কৃষি কলেজের সামনে, নাটোর-বগুড়া মহাসড়ক সংলগ্ন কোম্পানিটিতে এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় ১০-১৫ জনের একটি ডাকাত দল কোম্পানির সিকিউরিটি গার্ড মোয়াজ্জেম হোসেনসহ কয়েকজন কর্মচারীকে মারধর করে তিনটি কক্ষে আটকে রাখে। এরপর ২০ লাখ টাকা মূল্যের ৯টি গরু এবং ২০ হাজার টাকা লুট করে নেয় তারা।
আরও পড়ুনএ সময় আহত কর্মচারীদের একজন জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন