বেনাপোলে বিজিবির অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শুক্রবার (৮ আগষ্ট) রাত সাড়ে ৯ টার দিকে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আজ শনিবার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার। আটক আক্তারুল ইসলাম পুটখালী গ্রামের উত্তরপাড়ার আতিয়ার রহমান বাবুর ছেলে।
আরও পড়ুনলে. কর্ণেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আক্তারুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ী সীমান্ত এলাকার পুটখালী উত্তরপাড়ায় অস্ত্র লেনদেন করছে। খবরের সত্যতা যাচাইয়ে বিজিবির একটি বিশেষ দল শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে তাকে আটক করা হয়।
পরে আটক আক্তারুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন