ব্র্যাণ্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান
_original_1754668346.jpg)
অভি মঈনুদ্দীন ঃ শান্তা জাহান, এই প্রজন্মের এই সময়ের অন্যতম সেরা উপস্থাপিকা। আজ থেকে এক দশকেরও বেশি সময় আগে পেশাগতভাবেই উপস্থাপনায় তার যাত্রা শুরু হয়। যাত্রা শুরুর পরেও টুকটাক অভিনয়েও নিজেকে সম্পৃক্ত রাখলেও শেষ পর্যন্ত একজন উপস্থাপিকা হিসেবেই তিনি সফল হলেন। যে কারণে একজন উপস্থাপক হিসেবেই তিনি দেশে বিদেশে ব্যাপক সাড়া ফেলেছেন। এরইমধ্যে শান্তা জাহান একজন উপস্থাপিকা হিসেবে বিশ্বের বির্ভিন্ন দেশ ভ্রমন করেছেন। ভ্রমন করেছেন লণ্ডনও।
এবার লণ্ডন ভিত্তিক একটি ‘শিক্ষা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান’র ব্র্যাণ্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। গত বৃহস্পতিবার শান্তা জাহান তার ফেসবুক আইডিতে সেই প্রতিষ্ঠানের লগো সম্বলিত একটি প্রচারপত্র শেয়ার করে তিনি এই খবরটি জানান। লণ্ডন ভিত্তিক সেই ‘শিক্ষা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান’টির শাখা রয়েছে সিলেট শহরের জিন্দাবাজারের মিলেনিয়াম শপিং মল-এ। একটি শিক্ষা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানের ব্র্যাণ্ড অ্যাম্বাসেডর হয়ে ভীষণ উচ্ছ্বসিত শান্তা জাহান।
শান্তা জাহান বলেন,‘ বেশকিছু দিন ধরেই এই প্রতিষ্ঠানটির সাথে আলাপ হয়ে আসছিলো। অবশেষে সব আলোচনা শেষে আমি এই প্রতিষ্ঠানের ব্র্যাণ্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলাম। নিঃসন্দেহে আমার অনেক অনেক ভালোলাগছে। একজন উপস্থাপিকা হিসেবে নানান বিষয়েই আমাকে জ্ঞান রাখতে হয়, জানা থাকতে হয়। লণ্ডন ভিত্তিক সিলেটের যে শিক্ষা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানের ব্র্যাণ্ড অ্যাম্বাসেডর হয়েছি আমি, আমি তাদের প্রতিষ্ঠানের হয়েই শিক্ষার্থীদের নানান বিষয়ে পরামর্শ দিবো। আমার বিশ্বাস আগ্রহী শিক্ষার্থীরা আমার কথা মনোযোগ দিয়েই শুনবেন। যেমন এই প্রতিষ্ঠানের মাধ্যমে সহায়তা বা পরামর্শ নিয়ে সহজেই শিক্ষার্থীরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অষ্ট্রেলিয়া’সহ ইউরোপের বিভিন্ন দেশে পড়াশুনা করতে যেতে পারে। এই মুহুর্তে প্রতিষ্ঠানটি দারুণ এক সুযোগ নিয়ে এলো। যার মাধ্যমে শিক্ষার্থীরা ফ্রান্স, মাল্টা, সাইপ্রাস অথবা হাঙ্গেরিতে উচ্চশিক্ষা নিতে পারবেন সহজ প্রক্রিয়ায়। তো আমি সত্যিই অনেক উচ্ছ্বসিত এমন একটি প্রতিষ্ঠানের ব্র্যাণ্ড অ্যাম্বাসেডর হয়ে। র্শিগগিরই এই প্রতিষ্ঠানের প্রচারের কাজে শিক্ষার্থীদের পরামর্শ দিতে আমি সিলেট যাবো।’
আরও পড়ুনএদিকে শান্তা জাহান জানান, এই মুহুর্তে স্টেজ শো খুব কম হচ্ছে। যে কারণে স্টেজ শো ঘিরে ব্যস্ততা আপাতত কম। তবে তিনি নিয়মিত টিভি শো করছেন। সেসব অনুষ্ঠানে বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। আপাতত নাটকে অভিনয়ের আগ্রহ না থাকলেও প্রবল ইচ্ছে রয়েছে তার একটি ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার।
মন্তব্য করুন