প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ড

ফরিদপুরে ১৩ বছরের এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে তার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই টাকা আসামির জমি বিক্রি করে কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীকে ধর্ষণ করেন চাচা। এ সময় স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে হাতেনাতে আটক এবং ভুক্তভোগীকে অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। এ ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় মামলা করেন কিশোরীর বাবা।
ওসিসির আইন কর্মকর্তা সালমা বেগম বলেন, ওই কিশোরী হাঁটাচলা করতে পারে না। তাকে যখন হাসপাতালে আনা হয়, তখন শারীরিক অবস্থা দেখে আমরাই কেঁদেছিলাম। একজন কিশোরী তার পরিবারের কাছেও নিরাপদ না থাকা মানে সমাজের নৈতিক অবক্ষয়। এই রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হলো, এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে কেউ রক্ষা পাবে না।
আরও পড়ুনমন্তব্য করুন