রাস্তার কাজ শেষের আগেই ফাটল, তদন্তে মিলল অনিয়মের সত্যতা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের একটি উন্নয়ন প্রকল্পে রাস্তা নির্মাণের কাজ শেষ না হতেই ফাটল দেখা দিয়েছে। রাস্তায় রড দিয়ে নির্মাণের কথা থাকলেও বাস্তবে রড ছাড়াই কাজ শেষ করে বিল তোলার চেষ্টা করছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের পাঁরপাচিল বদিউজ্জামানের বাড়ি থেকে মান্নানের বাড়ি অভিমুখে রাস্তা নির্মাণ প্রকল্পে ৯ লাখ ৫৯ হাজার ২শ’ টাকা ব্যয়ে এই কাজের ওয়ার্ক অর্ডার অনুযায়ী রাস্তাটি আরসিসি করার কথা, কিন্তুু তা না করে তড়িঘড়ি করে নিম্নমানে ইট বালু খোয়া দিয়ে সিসি ঢালাই করায় কাজ শেষ না হতেই ফাটল দেখা দেওয়ায় যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। যার কারণে রাস্তাটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রকল্পের কাজ নিম্নমানের হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিদর্শনে এসে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক সচিব, প্রশাসকও এর সত্যতা পেয়েছেন। প্রকল্পে আরসিসি রাস্তা নির্মাণের কথা থাকলেও বাস্তবে সিসি ঢালাই করা হয়েছে। এর ফলে রাস্তা দ্রুত ফাটল ধরেছে এবং টেকসই হয়নি।
তারা মনে করছেন, বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে কাজে লাগানো হয়নি। এ বিষয়ে গ্রামবাসী ইউনিয়ন পরিষদে গিয়ে প্রশাসনিক সচিব ও প্রশাসক সরেজমিনে তাদের নিয়ে এলে এ প্রকল্পের কাজে অনিয়ম ও মানহীন নির্মাণ কাজের প্রমাণ পেয়েছে। রাস্তার বিভিন্ন অংশে ফাটল ও ঢালাই ভেঙে পড়ার চিত্র ধরা পড়ে।
আরও পড়ুনস্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এত টাকা খরচ করে কাজ হচ্ছে অথচ রাস্তাটা এখনও ব্যবহারযোগ্য হয়নি। আমরা চাই ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে দেখতে গিয়েছিলাম। রাস্তাটি কিছু অংশ আরসিসি করা হয়েছে পরে সিসি করা হয়েছে।
নিম্নমানের কাজ ও অনিয়ম হওয়ায় এখনো বিল দেওয়া হয়নি। তবে এ কাজ আমার সময়ে বাস্তবায়ন হয়নি। এসব বিষয়ে ইউপি প্রশাসক ডা, আলমগীর হোসেন বলেন, আগামী সোমবার ওই রাস্তা দেখতে যাবো। এখনো এ কাজের বিল দেওয়া হয়নি।
মন্তব্য করুন