ভিডিও শনিবার, ০৯ আগস্ট ২০২৫

শিক্ষার্থীদের উদ্যোগে আবর্জনামুক্ত বেড়ার একমাত্র বিনোদনকেন্দ্র

শিক্ষার্থীদের উদ্যোগে আবর্জনামুক্ত বেড়ার একমাত্র বিনোদনকেন্দ্র। ছবি : দৈনিক করতোয়া

বেড়া (পাবনা) প্রতিনিধি : বেড়ার হুরাসাগর নদের তীরে অবস্থিত পোর্ট এলাকাটি শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্ন হয়ে গেছে। কয়েকদিন আগেও যেখানে ছড়িয়ে ছিল ময়লা-আবর্জনা আর গোবরের স্তুপ সেই জায়গা এখন অনেকটা পরিচ্ছন্ন। ঘুরতে গিয়ে এমন পরিবেশ দেখে খুশি বেড়ার মানুষ।

গত বুধ ও বৃহস্পতিবার দু’দিন ধরে অর্ধ শতাধিক শিক্ষার্থী স্বেচ্ছাশ্রমে পোর্ট এলাকা পরিষ্কার করেন। এ কাজে সহায়তা দেয় বেড়া পৌরসভা। হুরাসাগর নদের পাড়ে অবস্থিত এই পোর্ট এলাকাটিই বেড়াবাসীর একমাত্র বিনোদনকেন্দ্র। শুধু বেড়া নয়, আশপাশের সাঁথিয়া ও শাহজাদপুর থেকেও প্রতিদিন শত শত মানুষ এখানে বেড়াতে আসেন। ঈদ, নববর্ষসহ বিশেষ দিনগুলোতে এখানে ভিড় হয় হাজার হাজার মানুষের।

এর আগে দীর্ঘদিন ধরে এলাকা জুড়ে ময়লা আবর্জনার আধিক্যতায় বসার মতো পরিবেশ ছিল না, জায়গাটির আকর্ষণও কমে যাচ্ছিল। পরিচ্ছন্নতার দাবিও উঠেছিল বহুবার, কিন্তু পৌরসভা কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। অবশেষে কাজটি হাতে নেয় ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া সংগঠনের সভাপতি মেহরাব হোসাইন জিম বলেন, আমরা নিজেরাও এখানে ঘুরতে যাই। কিন্তু ময়লা দেখে কষ্ট হতো। তাই ঠিক করলাম নিজেরাই কিছু করব। পৌরসভার সহায়তায় জায়গাটা অনেকটাই পরিষ্কার করতে পেরেছি।

আরও পড়ুন

পরিচ্ছন্নতায় অংশ নেওয়া শিক্ষার্থী জুবায়ের ফকির ও মো. সৌরভ বলেন, নোংরার কারণে জায়গাটার সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছিল। এখন পরিস্কার হওয়ায় সবাই নিশ্চিন্তে ঘুরতে পারবে। পোর্ট এলাকায় ঘুরতে যাওয়া কলেজ শিক্ষক সানোয়ার হোসেন বলেন, আগে বসারও জায়গা পেতাম না। এখন পরিবেশ দেখে খুব ভালো লাগছে। যারা এই কাজটা করেছে, তারা সত্যিই প্রশংসার যোগ্য।

বেড়া পৌরসভার প্রশাসক ও ইউএনও মোরশেদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা যেভাবে স্বেচ্ছাশ্রমে একমাত্র বিনোদনকেন্দ্রটি পরিচ্ছন্ন করেছে তা অত্যন্ত গর্বের বিষয়। পৌরসভা সবসময় এমন কাজে পাশে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরে পাটের বাম্পার ফলন

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজলী জাতের মরিচ চাষে সাড়া ফেলেছেন মোস্তফা

সিরাজগঞ্জে টানা বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত

চাঁপাইনবাবগঞ্জের প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

নওগাঁর দুই সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

শিক্ষার্থীদের উদ্যোগে আবর্জনামুক্ত বেড়ার একমাত্র বিনোদনকেন্দ্র