ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

রংপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত,রংপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

রংপুর প্রতিনিধি : অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আনজুমান বানু মিনু হত্যা মামলায় আসামি আরমান আলীকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয় তাকে। বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে কঠোর পুলিশি পাহারায় কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ মে রংপুর নগরীর দক্ষিণ মুলাটোল এলাকার বাসায় আনজুমান বানুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত আঞ্জুমান বানুর জামাই এনায়েত হোসেন মোহন বাদি হয়ে মহানগর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তকালে আসামি আরমানকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে আরমান হত্যাকান্ডের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে। 

২০২১ সালের ২৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা রংপুর পিবিআই অফিসের উপ-পরিদর্শক একরামুল হক তদন্ত শেষে আরমানকে একমাত্র আসামি করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পর ২০ সাক্ষীর স্বাক্ষ্য ও জেরা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন। 

আরও পড়ুন

রায়ে মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল হাদি বেলাল সন্তুষ্টি প্রকাশ করেছেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবি কাদেরী জানান, ন্যায় বিচার পাইনি, আমরা উচ্চ আদালতে আপিল করবো।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ, ঢাকা-উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ

দেড় মাস পর ফের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু

বগুড়া সোনাতলায় মারপিটে গর্ভবতী গৃহবধু নিহতের অভিযোগ

চট্টগ্রাম বন্দরে কনটেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত

গাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার