বগুড়ার সুখানপুকুর-চরপাড়া সড়কের বেহাল দশা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলার চরপাড়া-সুখানপুকুর সড়ক সংস্কার কাজ বন্ধ থাকায় সড়কটি খানা-খন্দকে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে রাস্তার উপর পানি জমে ঘটছে অহরহ দূর্ঘটনা।
গাবতলী উপজেলার নাড়ুয়ামালা থেকে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ১৬ কিলোমিটার। কয়েকটি ভাগে কাজটি শুরু হলেও অজ্ঞাত কারণে সুখানপুকুর থেকে ভেলুরপাড়া পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ বন্ধ রয়েছে।
কাজটি বাস্তবায়ন করতে সরকারের প্রায় ১০ কোটি টাকা ব্যয় হবে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করছে। জন গুরুত্বপূর্ণ ওই সড়কটির কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কটির কাজ শুরু করে খোয়া বিছানোর কাজ সম্পন্ন করেছে। এরপর সড়কটিতে কার্পেটিং না করায় আবারও খানা-খন্দকের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুনস্থানীয়রা জানান, সুখানপুকুর থেকে চরপাড়া পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীর পাশপাশি পথচারীরা চলাচল করতে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছে। এমনকি যাত্রীবাহী পরিবহনের ঝাঁকুনীতে অনেকে অসুস্থ্য হয়ে পড়ছে। এবিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, কাজটি সাময়িক বন্ধ থাকলেও খুব শীঘ্রই আবারও শুরু হবে।
মন্তব্য করুন