ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

নাটোর লালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিল্ম না থাকায় এক্স-রে বন্ধ 

নাটোর লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিল্ম না থাকায় এক্স-রে বন্ধ , ছবি: দৈনিক করতোয়া ।

লালপুর (নাটোর) প্রতিনিধি:  নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ফিল্মের সরবরাহ না থাকায় দুই সপ্তাহে ধরে এক্স-রে সেবা বন্ধ রয়েছে। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। বাধ্য হয়ে অনেকেই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত টাকা দিয়ে এক্স-রে করাতে বাধ্য হচ্ছেন।

বুধবার (৭ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, এক্স-রে কক্ষের সামনে নোটিশ টানানো আছে ‘এক্স-রে ফিল্ম সরবারহ না থাকায় এক্সে সেবা বন্ধ রয়েছে’।

সেখানে অপেক্ষমাণ বেশ কয়েকজন রোগী ও তাদের স্বজন ক্ষোভ প্রকাশ করে জানান, স্বল্পমূল্যে সেবা পাওয়ার আশায় তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। কিন্তু এক্স-রে ফিল্ম না থাকায় সেবা না পেয়ে বাধ্য হয়ে পাশের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে বেশি টাকা খরচ করে এক্স-রে করাতে হচ্ছে। সরকারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি সেবা বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গরিব ও নিম্নআয়ের রোগীরা। কেউ কেউ আর্থিক সামর্থ্য না থাকায় এক্স-রে না করিয়েই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন

জোতদৈবকী এলাকার মুনজুর রহমান মিঠু ও চর লালপুরের আজমিরা বেগম বলেন, ডাক্তার এক্স-রে করতে বলার পর এক্স-রে কক্ষে গেলে বলা হলো ফিল্ম নেই। পরে ধার করে এক আত্মীয় থেকে কাছের এক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ৮৫০ টাকা দিয়ে এক্স-রে করাতে হয়েছে।এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনজুর রহমান বলেন, বর্তমানে এক্স-রে ফিল্ম মজুদে নেই। লিখিত ভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফিল্ম পেলে দ্রুত সেবা চালু হবে।

নাটোর সিভিল সার্জন ডা: মোহাম্মাদ মুক্তাদির আরেফীন বলেন, নতুন অর্থ বছরের বরাদ্দ এখনো আসে নি। বরাদ্দ পেলে সমস্যা সমাধান হয়ে যাবে। আশা করছি দ্রুতই এক্স-রে সেবা চালু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা হাইকোর্টে বাতিল

দ্বিতীয়বার পরিবর্তন হচ্ছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম

শাহজালাল বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণ উদ্ধার

রোজার আগে নির্বাচন ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে: রিজভী

৫ দিনের রিমান্ডে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া

আগামী ১৪ আগস্ট পাপিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়