ভিডিও বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

জামালপুরে ভারতীয় মদ, দেশীয় অস্ত্রসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালপুরে ভারতীয় মদ, দেশীয় অস্ত্রসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালপুরে ৮৩ বোতল ভারতীয় মদ ও দেশীয় অস্ত্রসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ।

এর আগে সোমবার রাত সাড়ে ৩টার দিকে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন উপজেলার পূর্ব চেংটিমারী এলাকার বাসিন্দা মো. পলাশ মিয়া (৪২) ও আব্দুল আয়েল (৪২), পাথরের চর এলাকার বাসিন্দা মো. শাহজাহান (৪৫), কুড়িগ্রামের রৌমারী উপজেলার নওদাপাড়া (বাবনের চর) এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম (৩৮) ও মো. শাহীন এবং দেওয়ানগঞ্জ কুমারের চর এলাকার বাসিন্দা মো. মিষ্টার আলী (৪৫) ও মো. সবুজ মিয়া (৩০)।

আরও পড়ুন

এ ছাড়া কুড়িগ্রামের রৌমারী উপজেলার নওদাপাড়া এলাকার আরেক বাসিন্দা আলম (৪২) এবং অজ্ঞাতনামা আরো তিনজন আসামি পলাতক রয়েছেন।

ডিবি জানায়, ‘সোমবার রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী পাথরের চর পূর্বপাড়ায় একদল মাদক ব্যবসায়ী ভারতীয় মদ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করার খবর পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৩ বোতল ভারতীয় মদ যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার ৫০০ টাকা, তিনটি রামদা ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

এ বিষয়ে জামালপুর ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচপুর সেতুতে ট্রাক দুর্ঘটনায় দুই চালক নিহত

আজ বিজয়া দশমী, দেবী দুর্গার বিসর্জন

সুমুদ ফ্লোটিলা বহরে থাকা ২০০ কর্মীকে আটক করলো ইসরাইলি বাহিনী

হাল্যান্ডের জোড়া গোলের পরও হোঁচট ম্যানসিটির

বগুড়া আদমদীঘিতে ট্রেন দূর্ঘটনায় নিহত ২ আহত ১

নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, সাগর উত্তাল