প্রায়শই এমন করে

অভি মঈনুদ্দীন ঃ একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুনী অভিনেত্রী, নাট্যকার, নাট্যনির্দেশক নাজনীন চুমকি’র মধ্যে সম্পর্কটা একেবারেই মা ও মেয়ের মতো।
যেহেতু দিলারা জামানের দুই মেয়েই থাকেন দেশের বাইরে এবং দিলারা জামান থাকেন রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে, অন্যদিকে চুমকি থাকেন তিন নম্বর সেক্টরে। তাই কখনো দুজনেরই মন খারাপের কোনো কারণ হলে এক হয়ে গল্প আড্ডায় মেতে উঠেন।
আবার মাঝে মাঝে চুমকি তার এই দিলারা আম্মার জন্য রান্না করেও দিলারা জামানের বাসায় গিয়ে উপস্থিত হন। আবার কখনো কখনো প্রায়শই তারা কোথাও কোনো কারণ ছাড়া ঘুরতেও বের হয়ে যান। এই অভ্যসটা তাদের দীর্ঘদিনের। এমনকী কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেতে হবে, সেখানেও চুমকিই দিলারা জামানকে সঙ্গে নিয়ে হাজির।
আরও পড়ুনআবার দেখা যায় কোনো শুটিং- এ একসঙ্গেই কাজ পড়েছে, সেখানেও চুমকির দায়িত্বেই যেতে ভালোবাসেন দিলারা জামান, যেমনটা দু’দিন আগে ‘রূপনগর’-এর সেট-এ একসঙ্গেই গেলেন তারা দু’জন। দেখা যায় এভাবে শুটিং লোকেশনে যেতে যেতে অনেক সময় লাগে। সেই সময়ে শিল্পীরা ঘুমিয়েও যান ড্রাইভারের উপর পূর্ণ আস্থা রেখে। কিন্তু দিলারা জামান ও চুমকি গল্পে মেতে উঠেন। ‘রূপনগর’- এ যাবার ক্ষেত্রেও তাই হয়েছে। ফেরার পথেও তাই।
চুমকির ভাষ্য এমন যে, ‘ দিলারা আম্মা সঙ্গে থাকলে কতোটা যে ভালোলাগে তা আসলে বলার ভাষা নেই। তিনি আমাদের অভিনয় অঙ্গনের গর্ব। তারসঙ্গে এই যে চমৎকার হৃদ্যতা, এটাতো আমার শতজনমের প্রাপ্তি। তিনি যে আমাকে স্নেহ করেন ভালোবাসেন-এটা এক জীবনে অনেক বড় অর্জনও বটে। এই মানুষটা এখনো এতো প্রাণোচ্ছ্বল, শুধু দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখুন ভালো রাখুন। আর আমরা যে নাটকেই কাজ করিনা কেন, আমরা আমাদের কাজটা উপভোগ করার চেষ্টা করি, সময়টাকেও।
মন্তব্য করুন