ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

হবিগঞ্জের শাহজীবাজার তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও অগ্নিকাণ্ড

হবিগঞ্জের শাহজীবাজার তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও অগ্নিকাণ্ড

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

আজ সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে জাতীয় গ্রিডের ‘টি আর-টু’ ব্রেকারে আগুন লাগে। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) উপসহকারী প্রকৌশলী চয়ন কান্তি সেন।

তিনি বলেন, ‘দুদিন আগের আগুনে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ সোমবার সকালে পুরোপুরি মেরামত করা হয়েছিল। কিন্তু দুপুরে আবারও আগুন লাগে। এতে জেলার সব এলাকায় বিদ্যুৎ বন্ধ রয়েছে।

এর আগে গত ৩১ জুলাই সন্ধ্যায় সুইচিং উপকেন্দ্রে বিস্ফোরণের পর দুটি সার্কিট ব্রেকার ও তিনটি ট্রান্সফরমারে আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

রাত সাড়ে ৮টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও মেরামতে সময় লাগে প্রায় দুদিন। এতে জেলার পাঁচ লাখ গ্রাহকের মধ্যে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়, যেখানে প্রতিদিন প্রয়োজন ১২০ মেগাওয়াট। শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় ২ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে।

ঘটনার তদন্তে বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মফিজুল ইসলামকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে।

বিদ্যুৎকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো. খাইরুল ইসলাম জানান, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিকেলের মধ্যে হবিগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান ছিল জনতার ক্ষোভের বিস্ফোরণ : রাষ্ট্রপতি

বগুড়ার শেরপুরে ডিজে হাইস্কুলের জানালার গ্রীল কেটে চুরি

মাদকপাচার রুখতে বাংলাদেশে প্রথমবারের মতো কক্সবাজার রেলস্টেশনে বসানো হলো স্ক্যানার মেশিন

১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: উপদেষ্টা মাহফুজ

রোহিঙ্গাদের ভারতে পাচারের চেষ্টা, দালাল গ্রেফতার

একের পর এক চ্যানেলে ব্যস্ত ইয়াসমিন লাবণ্য