ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

সিলেটে স্কুলছাত্র হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড

সিলেটে স্কুলছাত্র হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড, ছবি: সংগৃহীত।

সিলেটের বিশ্বনাথ উপজেলার চৈতনগরে স্কুলছাত্র সুমেল মিয়া হত্যা মামলায় আটজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারজিন এ রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবীরা জানান, ২০২১ সালে চৈতনগর গ্রামের জমি নিয়ে বিরোধের জেরে যুক্তরাজ্যপ্রবাসী সাইফুল আলম জোরপূর্বক মাটি তুলতে গেলে বাধা দেন জমির মালিক নজির উদ্দিন, তার ভাই মানিক মিয়া এবং ভাগ্নে, দশম শ্রেণির ছাত্র সুমেল মিয়া। কথা-কাটাকাটির একপর্যায়ে সাইফুল আলমের গুলিতে সুমেল নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন সুমেলের বাবা ও চাচাসহ আরও চারজন।

ঘটনার পর নিহত সুমেলের চাচা ইব্রাহীম আলী সিজিল বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা করেন। এতে সাইফুল আলমকে প্রধান আসামি করে ২৭ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা রাখা হয় আরও ১৬ জনকে। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট রেঞ্জের তৎকালীন ডিআইজি মফিজ উদ্দিন ও পুলিশ সুপার ফরিদ উদ্দিন। তদন্তে গাফিলতি ও আলামত নষ্টের অভিযোগে বিশ্বনাথ থানার তৎকালীন ওসি শামিম মুসা, এসআই নূর ও এসআই ফজলুল হককে ক্লোজড করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন

দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার পর আদালত বুধবার এ চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। মামলার ২৩ জন সাক্ষির সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আদালত ৮ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এড. কামাল হোসেন জানান, মামলায় মোট আসামির মধ্যে আটজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন এবং বাকিদের খালাস দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

এনসিপির জুলাই পদযাত্রা সমাপ্ত

৩১ জুলাই, ২০২৪: ‘মার্চ ফর জাস্টিস’

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশন, নার্সিং হোম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার