ভাত খাওয়াকে কেন্দ্র বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে।
আজ সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রাম এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জামাল হোসেন (২১) ও তার বড় ভাইয়ের নাম উজ্জ্বল হোসেন (২৫)। তারা একই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে খাবার খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বড় ভাই উজ্জ্বল রাগের মাথায় হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ছোট ভাই জামালের বুকে আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় জামালকে উদ্ধার করে ভৈরব বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনকাজীরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়া নবী বলেন, ‘পারিবারিক ঝামেলার কারণে জামালের স্ত্রী কয়েকদিন আগে তার বাপের বাড়ি চলে গেছে। এরপর থেকে জামান তার বড় ভাই উজ্জলের ঘরেই খাওয়া দাওয়া করতেন। প্রতিদিনের ন্যায় আজও জামান সকালে খেতে বসলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উজ্জ্বল তার ছোট ভাইকে ছুরি দিয়ে আঘাত করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সোমবার দুপুর ১২ টার দিকে ভাত খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই উজ্জ্বল তার ছোট ভাই জামালকে ছুরি দিয়ে আঘাত করলে সে মারা যায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত উজ্জ্বল পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
মন্তব্য করুন