চলন্ত অটোরিকশা থেকে স্ত্রীকে লাথি, মারা গেলেন হাসপাতালে

রিকশাতে স্ত্রীর সঙ্গে বিবাদে জড়ান প্রবাসীফেরত স্বামী। এক পর্যায়ে সন্তানের সামনেই লাথি মেরে রিকশা থেকে ফেলে দেন। পরে উঠে দাঁড়ালে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়।
পরে স্থানীয়রা স্বামীকে আটক ও আহত নারীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
আজ রবিবার (২৭ জুলাই) রবিবার ভোরে মারা যান তিনি। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার বনগ্রাম চৌরাস্তা এলাকায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের ইলাশপুর গ্রামের আব্দুল মতিনের মেয়ে জেবিন আক্তারের (৩৫) সঙ্গে গত প্রায় ১৫ বছর আগে বিয়ে হয় পাশের সংগ্রামখেলি গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. দুলাল মিয়ার (৪৫)। এর মধ্যে তাদের দুই ছেলেসন্তানের জন্ম হয়।
গত প্রায় ৫ বছর আগে সৌদি আরব চলে যান স্বামী দুলাল মিয়া। সেখানে থাকা অবস্থাতেই বিভিন্ন ঘটনা নিয়ে দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ অবস্থায় গত দুই মাস আগে দুলাল দেশে এসেই কয়েক দিন পরে জানান তিনি আরেকটি বিয়ে করেছেন। এ খবর পেয়ে স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন।
জেবিনের বাবা আব্দুল মতিন জানান, মেয়ের মানসিক অবস্থা দেখে দুলালকে পরিবারের লোকজন দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করলেও কাজে আসেনি। এক পর্যায়ে দুলাল জানান, বিয়ে করলেও দ্বিতীয় স্ত্রীকে কোনো দিন বাড়ি আনবেন না। কিন্তু গত শনিবার সকালে দুলাল বাড়ি থেকে বের হয় ঢাকা যাওয়ার জন্য। এর মধ্যে স্ত্রী জেবিন জানতে পারেন পথেই অপেক্ষা করছেন দ্বিতীয় স্ত্রী। এ খবর পেয়ে তিনি নিজে ও নাতনি এবং মেয়ে জেবিনকে নিয়ে অটোরিকশা করে দুলালকে আনতে বের হন।
আরও পড়ুনএ অবস্থায় স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারে গিয়ে দুলালকে পেয়ে বুঝিয়ে বাড়ি ফেরত যেতে রাজি করান। পরে অটোরিকশা করে আসার পথে বনগ্রাম চৌরাস্তা বাজারে আসতেই তর্কের এক পর্যায়ে স্ত্রীকে চলন্ত অবস্থাতেই সজোরে লাথি মেয়ে ফেলে দেন সড়কে।
ওই সময় স্ত্রী জেবিন উঠে দাঁড়ালে ফের একটি ইট নিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করলে নিস্তেজ হয়ে যান। পরে চিৎকার দিলে জনতা দুলালকে ধরে ফেলে।
অন্যদিকে গুরুতর অবস্থায় জেবিনকে নান্দাইল হাসপাতাল থেকে রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থাতে রবিবার ভোরে মারা যান।
জানতে চাইলে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত দুলালকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন