বগুড়ার শাজাহানপুরে জনদুর্ভোগ লাঘবে শুরু হচ্ছে ৪৭ কোটি টাকার উন্নয়ন কাজ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ জনদুর্ভোগ লাঘবে শুরু হচ্ছে ৪৭ কোটি টাকার উন্নয়ন কাজ।
উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরানসহ উপজেলা বিএনপি’র সভাপতি ও নেতাকর্মীরা গত সোমবার সারাদিন আড়িয়া ইউনিয়নের মানিকদিপা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, পৌর এলাকাভুক্ত ১৩নং ওয়ার্ডের ফুলদীঘি মাটির মসজিদ এলাকা, ফুলতলা কানপাড়া, সুজাবাদ দহপাড়া মাটির রাস্তা, ঢাকা-বগুড়া জাতীয় মহাসড়কের ফোর লেন প্রকল্পে জমি অধিগ্রহণের কারণে উচ্ছেদ হওয়া বেতগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া এলাকায় পানি নিষ্কশনের একমাত্র অকেজো ড্রেনেজ ব্যবস্থার বাস্তব অবস্থার খোঁজ খবর নেন।
রাস্তার পাশে ড্রেন না থাকায় কাঁদা-পানিতে নিমজ্জিত রাস্তার বেহাল অবস্থা, অকেজো ড্রেন উপচে নর্দমার নোংরা পানি রাস্তায় ওঠায় স্থানীয় হাজার হাজার মানুষের চরম দুর্ভোগের ঘটনা প্রত্যক্ষ করেন।
আরও পড়ুনশাজাহানপুর উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান জানান, শাজাহানপুর উপজেলার যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল পরিস্থিতি সম্পর্কে ইতোমধ্যে উর্ধ্বতন দপ্তরকে জানানো হয়েছে। ফলে এ উপজেলায় প্রায় ৪৭ কোটি টাকার উন্নয়ন কাজ শিগ্গরই শুরু হবে। এর মধ্যে ব্রিজ নির্মাণ কাজে ১২ কোটি টাকা, নতুন রাস্তা নির্মাণে ২০ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা এবং রাস্তা সংস্কার/মেরামত কাজে ১৩ কোটি ৭০ লাখ ৭০ হাজার টাকার প্রাক্কলন তৈরি ও অনুমোদন হয়েছে।
মন্তব্য করুন