চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ৫রাউন্ড গুলি বিনা লাইসেন্সে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় রাব্বি বিশ্বাস (২৩) নামে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে বিশেষ ট্রাইবুনাল।
তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার দরিনারিচা গ্রামের মাইন বিশ্বাসের ছেলে। গতকাল বুধবার বেলা ২ টায় চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান একমাত্র আসামির উপস্থিতিতে আদেশ প্রদান করেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওয়াদুদ বলেন, ২০২৩ সালের ২২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার বুলনপুর মালপুকুর এলাকায় সড়কে চেকপোস্ট বসিয়ে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ অটোরিকশা যাত্রী রাব্বিকে হাতেনাতে গ্রেফতার করে র্যাব। এ ঘটনায় পরদিন সদর থানায় রাব্বিকে একমাত্র আসামি করে মামলা করেন র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র সরকার।
আরও পড়ুন২০২৪ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) ও সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শাহীনুর রহমান মামলায় রাব্বিকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ৯জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানীর পর ট্রাইবুনাল গতকাল বুধবার রাব্বিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এড. সোহরাব আলী।
মন্তব্য করুন