পাওনা টাকার জন্য ভারতীয় অল-রাউন্ডারের বিরুদ্ধে মামলা
_original_1753618780.jpg)
স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে নীতিশ কুমার রেড্ডির সময়টা ভালো যাচ্ছিল না। সাবেক এক ভারতীয় ক্রিকেটার তো তাঁকে দশে নামা ব্যাটসম্যানের সঙ্গে তুলনাও করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে চার ইনিংসে মোটে ৪৫ রান করেছেন। বল হাতেও তেমন সুবিধা করতে পারেননি (৩ উইকেট)। এর মধ্যে আবার হাঁটুর চোটে পড়ে শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেছেন।
এমন বেহাল দশায় থাকা ২২ বছর বয়সী এ ব্যাটিং অলরাউন্ডার এবার আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন। নীতিশের বিরুদ্ধে পাঁচ কোটি রূপি (৭ কোটি টাকার বেশি) বকেয়া রাখার অভিযোগে মামলা করেছে তাঁর সাবেক এজেন্ট। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, স্কয়ার দ্য ওয়ান নামের এজেন্সির সঙ্গে নীতিশের সম্পর্ক ছিন্ন হয় ভারতের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের সময়। পরে নীতিশ অন্য এক ক্রিকেটারের ম্যানেজারের সঙ্গে চুক্তি করেন। সেই ম্যানেজার ওই সফরে ভারত দলের সঙ্গে ছিলেন।
সে ঘটনার জেরে স্কয়ার দ্য ওয়ান নামের এজেন্সিটি সালিশ ও সমঝোতা আইনের অধীনে ১১ (৬) ধারায় মামলা করে। নীতিশের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ ও প্রাপ্য পাওনা না পরিশোধের অভিযোগ এনে মামলা করেছে স্কয়ার দ্য ওয়ান।
আরও পড়ুনদিল্লি হাইকোর্টে আগামীকাল ২৮ জুলাই এ মামলার শুনানি হতে পারে। একজন স্বাধীন বিচারপতি নিয়োগ করে এ মামলা পরিচালনার দাবি জানিয়েছে বাদি পক্ষ।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে এ সংস্থাটির সঙ্গে চুক্তি করেন নীতিশ। পরবর্তীতে আইপিএলে আলো ছড়িয়ে আলোচনায় চলে আসেন তিনি। এজেন্সি সূত্র জানিয়েছে, গত চার বছরে ওই এজেন্সির মাধ্যমেই একাধিক বিজ্ঞাপনে কাজ করার সুযোগ ও বিভিন্ন সংস্থার সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেন নীতিশ।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেছেন, ‘এ ধরনের সমস্যাগুলো সাধারণত আদালত পর্যন্ত গড়ায় না। ৯০ শতাংশ ক্ষেত্রেই নিজেরা বসে মিটমাট করে নেয়। কিন্তু এবার নীতিশ কোনো টাকা দিতে রাজি হচ্ছিল না। ওর দাবি, ও নিজেই সব চুক্তি সম্পন্ন করেছে।’
আর এ নিয়ে বিরোধের জেরেই ওই সংস্থাটি মামলা করেছে নীতিশের বিরুদ্ধে।
মন্তব্য করুন