ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

বগুড়া আজিজুল হক কলেজের সামনে রেলগেটে গেটম্যান নিয়োগ

বগুড়া আজিজুল হক কলেজের সামনে রেলগেটে গেটম্যান নিয়োগ, ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে অরক্ষিত রেলগেটে অবশেষে দুইজন গেটম্যান নিয়োগ দিয়েছে রেল কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়। ফলে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার সকালে বগুড়া রেলস্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি কিছু নিয়ম-কানুনের কারণে গেটম্যান নিয়োগে সময় লেগেছে। তবে আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি এবং বর্তমানে দুজন গেটম্যান স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, গত ৬ জুলাই কলেজ গেটসংলগ্ন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোস্তাকিম। এই মর্মান্তিক ঘটনার পর নিরাপদ রেলগেট এবং গেটম্যান নিয়োগের দাবিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। প্রথমে স্মারকলিপি দেওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ না আসায় শিক্ষার্থীরা রাজপথে নামেন। আন্দোলনের তৃতীয় পর্যায়ে এসে তা আরও তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ও একটি কমিউটার ট্রেন বগুড়া রেলস্টেশনে এবং পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস কাহালু স্টেশনে আটকে পড়ে। এতে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। তখন রেল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে সাত দিন সময় চায়।

আরও পড়ুন

অবশেষে শিক্ষার্থীদের দাবির মুখে গেটম্যান নিয়োগ দেওয়ায় স্বস্তি ফিরে আসে। পরে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ছাতিয়ানগ্রামে গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে গেল চোরচক্র

ভিভো ওয়াই৪০০-এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর হলেন ইমরানুর রহমান

আদালত চত্বরে হাতুড়ি দিয়ে সাক্ষীর কপাল ফাটিয়ে দিলেন আসামিরা

মসজিদ ও আরবি ভাষা ইনস্টিটিউট নির্মাণে ২০ মিলিয়ন ডলার বরাদ্দ সৌদির

দিনাজপুরের বিরামপুরে ১২ মামলার আসামি ডাকাত কামাল গ্রেফতার

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে কমিশন গঠন