বগুড়ার তালোড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া কইল চকপাড়া গ্রামে আজ রোববার (২৭ জুলাই) সকালে পুকুরের পানিতে ডুবে সিরাত খাতুন (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার তালোড়া চকপাড়া গ্রামের সুজন মিয়ার মেয়ে সিরাত খাতুন (১৮ মাস) রোববার সকাল আনুমানিক ৯ টায় বাড়ির সামনে পুকুরের পাড়ে খেলছিল। এ সময় অসাবধানতা বশত পুকুরের পানিতে পড়ে ডুবে যায় শিশুটি।
আরও পড়ুনএরপর বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মেহেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন