ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

গার্দিওলা-জাভির ভারতের কোচ হওয়ার আবেদন ভুয়া

গার্দিওলা-জাভির ভারতের কোচ হওয়ার আবেদন ভুয়া, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার জন্য পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজ আবেদন করেছেন, এই চাঞ্চল্যকর দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। 

শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফেডারেশন জানায়, এই দুই তারকা কোচের নাম ব্যবহার করে পাঠানো আবেদনপত্রগুলো ‘ভুয়া’ এবং এর কোনো সত্যতা পাওয়া যায়নি। এআইএফএফ-এর বিবৃতিতে বলা হয়, ‘আমরা একটি ই-মেইল পেয়েছিলাম যেখানে স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজের পক্ষ থেকে আবেদন জমা দেওয়া হয়। যাচাই-বাছাইয়ের পর দেখা গেছে, এই আবেদনগুলো আসল নয় এবং এগুলোর কোনো প্রমাণযোগ্যতা নেই।’এর আগে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেডারেশনের জাতীয় দল পরিচালন বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা জানান, সাবেক বার্সেলোনা কোচ জাভির নাম আবেদনকারীদের তালিকায় ছিল। ফেডারেশনের এক টেকনিক্যাল কমিটির সদস্য জানান, জাভিকে নিয়োগ দেওয়া অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তার নাম বিবেচনায় আনা হয়নি।
প্রসঙ্গত, গত বছর জুনে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচকে বরখাস্ত করা হয়। এরপর নিয়োগ পান স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ। তবে তিনি এই মাসেই কোচের পদ থেকে সরে গিয়ে আবার আইএসএলের ক্লাব এফসি গোয়ার দায়িত্বে ফিরে গেছেন। ফলে ফের প্রধান কোচ খুঁজছে এআইএফএফ।

এআইএফএফ জানিয়েছে, মোট ১৭০টি আবেদন পর্যালোচনার পর তারা মাত্র তিনজনকে শর্টলিস্ট করেছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় ৪ বাড়িতে হামলা ও লুটপাট

বগুড়ার শেরপুরে দুর্ধর্ষ ডাকাতি 

নিহত মাহাতাবের কবরে বিমানবাহিনীর প্রতিনিধি দলের শ্রদ্ধা

নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে:নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জে যানজট নিরসনে ডিসির সঙ্গে ৪২ সংগঠনের বৈঠক

বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত