ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

লালমনিরহাটে পাটশাক চাষে আগ্রহী বেশি চাষিরা

লালমনিরহাটে পাটশাক চাষে আগ্রহী বেশি চাষিরা

লালমনিরহাট প্রতিনিধি : সোনালী আঁশ পাট। পাট অর্থকরী ফসল হিসেবে বেশ সুপরিচিত। এজন্য কৃষকরা পাট চাষ করতেন। বর্তমানে পাট চাষের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ও বাজারে চাহিদা না থাকায় পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। এদিক থেকে ব্যতিক্রম নয় লালমনিরহাট জেলাও। কয়েক বছর আগেও লালমনিরহাট জেলার বিভিন্ন প্রান্তের কৃষকরা পাট চাষ করতেন।

এখনও লালমনিরহাট জেলার কৃষকরা পাট চাষ করেন। তবে এখন আর পাট তোলার জন্য নয়, এটা এখন শাক হিসেবে ব্যবহার করার জন্য চাষ করেন কৃষকেরা। গত কয়েক বছরে লালমনিরহাট জেলার বিভিন্ন হাট-বাজারে পাট শাকের চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকরাও শাক চাষে ঝুঁকছেন।

আর শাক উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আশঙ্কাজনক হারে কমেছে পাটের উৎপাদন। এতে কৃষকের পাশাপাশি সরকারও প্রতিবছর বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে। যদিও এ নিয়ে লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পুরোপুরি নির্বিকার।

জানা যায়, এবার লালমনিরহাট জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকায় দেশি ও তোষাসহ বিভিন্ন জাতের পাট চাষ হয়েছে। বিশেষ করে নিচু এলাকায় পাটের আবাদ বেশি হয় বলে জানায় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, এসব স্থানে বিভিন্ন জাতের পাটের আবাদ হয়েছে। তবে বেশিরভাগ কৃষকই পাটের আঁশের বদলে পাট শাককে প্রাধান্য দিচ্ছেন।

আরও পড়ুন

লালমনিরহাট সদর উপজেলার শিবেরকুটি গ্রামের আশরাফ আলী নামের এক কৃষক বলেন, ১ বিঘা জমিতে পাট উৎপাদনে চাষ, সার, বীজ কিনতে ব্যয় হয়েছে ২ হাজার টাকা। জমিতে নিড়ানি খরচ হয় ২ হাজার টাকা এবং পাট কাটা ও জাগ (পানিতে ভিজিয়ে রাখা) দিতে ব্যয় হয় ৫ হাজার টাকা। ১ বিঘা জমিতে পাট চাষ করতে একজন কৃষকের মোট ব্যয় হয় ১০ হাজার থেকে ১২ হাজার টাকা।

অথচ ১ বিঘা জমিতে ভালো আবাদ হলে পাট পাওয়া যায় ৬ থেকে ৮ মণ। গতবার উঠতি বাজারে মণপ্রতি ১ হাজার ৭ শ’ থেকে ১ হাজার ৮শ’ টাকায় বিক্রি হয়েছে। পাট চাষ করে লাভের বদলে পুঁজি হারানোর আশঙ্কায় থাকতে হয়। তিনি আরও বলেন, অন্যদিকে সমপরিমাণ জায়গায় পাট শাক আবাদ করলে লাভ হয় খরচের দ্বিগুণ। আর এতে করে এখন অনেকেই পাট শাক চাষে আগ্রহী হয়ে উঠছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে পাটশাক চাষে আগ্রহী বেশি চাষিরা

আজকের শিশুরা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে : সাবেক এমপি লালু

জয়পুুরহাটের পাঁচবিবিতে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ গ্রেফতার ২

বগুড়ার খামারে খামারে প্রস্তুত কুরবানির পশু, গো-খাদ্যের দাম না বাড়ায় স্বস্তি

বগুড়া সারিয়াকান্দির চরাঞ্চলে ভুট্টা ও মরিচ থেকেই ৫শ কোটি টাকা কৃষকের ঘরে

বগুড়ার শেরপুরে আ‘লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার