ভিডিও শনিবার, ২৬ জুলাই ২০২৫

সিডনিতে সাউথ এশিয়ান থিয়েটার মেলায় সংগীত পরিবেশন করবেন বিবাগী লিমন

সিডনিতে সাউথ এশিয়ান থিয়েটার মেলায় সংগীত পরিবেশন করবেন বিবাগী লিমন

বিনোদন ডেস্ক : সিডনির প‍্যারামাট্টা রিভারসাইড থিয়েটারে শুরু হচ্ছে দশম সাউথ এশিয়ান থিয়েটার মেলা। নৌটাংকি থিয়েটার আয়োজিত এই উৎসবে শিল্পী হিসেবে আমন্ত্রিত হয়েছেন মোহাম্মদ জাকির হোসেন লিমন।  আজ ২৫ জুলাই শুক্রবার সিডনির সময় অনুযায়ী সন্ধ‍্যা ৬টায় তিনি সংগীত পরিবেশন করবেন। এই পর্বটি দর্শকের জন‍্য বিনামূল‍্যে রাখা হয়েছে। 

মোহাম্মদ জাকির হোসেন যিনি “বিবাগী লিমন” নামে পরিচিত একজন বাংলাদেশি সংগীতশিল্পী ও শিক্ষাবিদ। বাংলার প্রাচীন সংগীত সংরক্ষণ ও প্রচারে নিবেদিত এই শিল্পী ২০১৮ সালে প্রতিষ্ঠিত সংগঠন “অবকল্প” এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। এই উদ্যোগের মূল লক্ষ্য বাংলার ঐতিহ্যবাহী ও প্রথাবিরোধী সংগীতের সংরক্ষণ ও উন্নয়ন। ‘মানুষ-গুরু-পরম্পরা’ থেকে উঠে আসা বিবাগী লিমন দর্শনভিত্তিক সংগীতের এক মনোযোগী সাধক।

২০২৪ সালের নভেম্বরে তিনি ঢাকার অ্যালায়েন্স ফ্রঁসেজ-এ “হারমনি অব হিলিং” শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করেন। পাঁচ দিনব্যাপী এই আয়োজনে প্রদর্শিত হয় একতারা, দোতারা, সরিন্দা সহ শতাধিক ঐতিহ্যবাহী ও আদিবাসী বাদ্যযন্ত্র। সরাসরি সংগীত পরিবেশন, কর্মশালা এবং সেমিনারের মাধ্যমে দর্শনার্থীদের সামনে বাংলাদেশের লোকসংগীতের সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরা হয়। লিমনের কাজের একটি গুরুত্বপূর্ণ দিক হলো দেশি কাঠ দিয়ে বাদ্যযন্ত্র নির্মাণ, যেখানে ঐতিহ্যবাহী কারুশিল্প ও সংগীতের এক অপূর্ব মেলবন্ধন ঘটানো হয়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডি : বার্সা’র পর ম্যানচেস্টার ইউনাইটেডের শোকবার্তা

একসঙ্গে জিৎ-ঋতুপর্ণা!

এবার নেইমারকে ক্ষেপাতে সাবেক প্রেমিকার মুখোশ বানালেন এক ফুটবলভক্ত

ইরানে আইআরজিসি’র ঘাঁটিতে বন্দুক হামলা

কলকাতার সিনেমা থেকে সরে দাঁড়ালেন খায়রুল বাসার

এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলতে চান লিটনরা