জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সের কনটেন্টের প্রতি বাংলাদেশি দর্শকেরও আগ্রহ বেশ। তবে দেশ থেকে এই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নেওয়া যায় না। এবার সেই সীমাবদ্ধতা কাটছে। বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিকের ১৪টি দেশে চালু হচ্ছে প্ল্যাটফর্মটি।
এবার বাংলাদেশ থেকে দেখা যাবে এইচবিও ম্যাক্স
_original_1758204292.jpg)
১৫ অক্টোবর থেকে যথানিয়মে সাবস্ক্রিপশন নিয়ে তাদের কনটেন্ট উপভোগ করা যাবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর সুবাদে ‘হ্যারি পটার’, ‘হাউজ অব দ্য ড্রাগন’, ‘দ্য লাস্ট অব আস’, ‘আ মাইনক্রাপ্ট মুভি’ ও ‘সুপারম্যান’-এর মতো কনটেন্ট দেখার সুযোগ পাবেন বাংলাদেশিরা। এ ছাড়া ২৭ অক্টোবর প্ল্যাটফর্মটিতে আসবে নতুন সিরিজ ‘ইট : ওয়েলকাম টু ডেরি’।
বাংলাদেশে এইচবিও ম্যাক্সের প্রচারণার দায়িত্বে থাকা ফোরথট পিআরের কর্মকর্তা অনন্যা আক্তার বলেন, ‘১৫ অক্টোবর প্ল্যাটফর্মটি অফিশিয়ালি যাত্রা করবে বাংলাদেশে। তাদের কনটেন্ট দেখার সুযোগ মিলবে।
আরও পড়ুনমন্তব্য করুন