ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

শিল্পকলার মঞ্চে আসছে নতুন নাটক মুখোমুখি

শিল্পকলার মঞ্চে আসছে নতুন নাটক মুখোমুখি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মঞ্চে আসছে নতুন নাটক ‘মুখোমুখি’। থিয়েটার ওয়েব নাট্যদলের প্রযোজনায় নির্মিত এই নাটকের ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন ধীমান চন্দ্র বর্মণ।

আগামীকাল (২৫ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নাটকরে উদ্বোধনী মঞ্চায়ন। নির্দিষ্ট কোনো গল্প নয়, বরং খণ্ড খণ্ড কয়েকটি বাস্তবধর্মী ঘটনা ও অভিজ্ঞতার সমন্বয়ে গড়ে উঠেছে ‘মুখোমুখি’। এতে তুলে ধরা হয়েছে যুদ্ধবিরোধী বার্তা, মানবতার পক্ষে অবস্থান এবং স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ।

নির্দেশক ধীমান চন্দ্র বর্মণ জানান, নাটকটিতে ক্ষমতালোভী শাসকদের দুঃশাসন, ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি, রাষ্ট্রীয় দমননীতি এবং জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পটভূমি উঠে এসেছে নানা স্তরে। প্রতিটি গল্প মানবিক মূল্যবোধ, সামাজিক দ্বন্দ্ব এবং প্রতিরোধের চিত্র বহন করে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মামুন, পলি চৌধুরী, ফৌজিয়া আফরিন তিলু, মুজাহিদুল ইসলাম রিফাত, শ্রীকান্ত মন্ডল, সঞ্জিত কুমার দে, সায়মা সেলিম আনিকা, স্বরূপ রতন লালন এবং হাসিব উল ইসলাম। ব্যাকস্টেজে সহযোগিতায় আছেন রবি প্রারম্ভ, মেহেদি হাসান সোহান, মো. আশরাফুল ইসলাম, তানভীর আহমেদ, রবিউল আহমেদ, পলক দাস, রতন ধর, অর্পা বণিক, প্রিয়াংকা তালুকদার, গৌতম দে ও শর্মিষ্ঠা রায়।

আরও পড়ুন

নাটকের পোশাক পরিকল্পনায় ছিলেন মহসিনা আক্তার, কোরিওগ্রাফি করেছেন অমিত চৌধুরী ও হাসান ঈশতিয়াক ইমরান, দৃশ্য ভাবনা, মঞ্চ ও আলোক পরিকল্পনায় ছিলেন ধীমান চন্দ্র বর্মণ, আলোক প্রক্ষেপণে জাদিদ ইমতিয়াজ, শব্দ ও সংগীত পরিকল্পনায় রাগীব নাঈম এবং শব্দ ও সংগীত প্রক্ষেপণে ছিলেন মামদুদুর রহমান।

‘মুখোমুখি’ নাটকটি সবার জন্য উন্মুক্ত থাকবে। দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে একটি মানবিক চেতনায় উজ্জ্বল, শৈল্পিকভাবে উপস্থাপিত এক প্রভাববিস্তারী মঞ্চনাট্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

টাকা ফেরত না দিয়েই চাকরি থেকে অব্যাহতি নিলেন এক ক্বারি শিক্ষক, শর্ত না মেনে চাকরি

বগুড়ায় এবার দেড়শ’ কোটি টাকার আগাম শীতকালিন সবজি চাষের লক্ষ্য

রাকসু নির্বাচনে মোট প্রার্থী ৩০৬ জন : চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ব্যালট নম্বর পেল প্রার্থীরা

বগুড়ার সোনাতলায় গোসাইবাড়ী-হাট করমজা সড়কের বেহাল দশা

যেকোন ইস্যুতে ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেবে : এজিএস মহিউদ্দীন খান