বাঁচানো গেল না দগ্ধ শিক্ষার্থী মাহতাবকেও, মৃত্যু বেড়ে ৩০

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাহতাব রহমান (১৫) মারা গেছে। স্কুলটির সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১টা ৫২ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাহতাবের শ্বাসনালীসহ শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় ছিল সে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের হিসেবে মোট ৩০ জনের মৃত্যু হলো।
আরও পড়ুনমন্তব্য করুন