ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না-এগুলো বাস্তব, নিঃশব্দ’

‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না-এগুলো বাস্তব, নিঃশব্দ’, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ব্যক্তিগত নানা মুহূর্ত, নানা অনুভূতি ছাড়াও সমকালীন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। আজ বুধবার (২৪ জুলাই) নুসরাত ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যাতে গভীর উপলদ্ধি ফুটে উঠেছে।

 নুসরাত ফারিয়া বলেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না-এগুলো বাস্তব, নিঃশব্দ। কিন্তু ভিতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়, আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।’ নুসরাত ফারিয়া বলেন, ‘আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে-তখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না।’ এই অভিনেত্রী লেখেন, ‘এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা-এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।’ 

আরও পড়ুন

হঠাৎ নুসরাত ফারিয়া এমন স্ট্যাটাস কেন দিলেন, তা অবশ্য জানা যায়নি। তবে নেটিজেনরা তার বক্তব্যর সঙ্গে সহমত পোষণ করে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। নেটিজেনদের একটি অংশের দাবি-উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনার পর মানুষের আচরণ থেকে এমন অনুভূতি ব্যক্ত করেছেন নুসরাত ফারিয়া। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল ফ্রান্স

স্কুলে মোদির শৈশব নিয়ে নির্মিত চলচ্চিত্র দেখানোর নির্দেশ

আমার বিরুদ্ধে অবস্থান নেওয়া টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল হতে পারে

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের হাতে আটক ৮ বাংলাদেশি

ফের যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল

দেশের সব বিভাগে টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস