ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

পাবনার বেড়ায় বিনোদনকেন্দ্রে জঞ্জাল, আনন্দে ভাটা

পাবনার বেড়ায় বিনোদনকেন্দ্রে জঞ্জাল, আনন্দে ভাটা

বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার বেড়া পৌরসভার হুরাসাগর নদের পারে অবস্থিত পোর্ট এলাকা মানেই মুক্ত বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার স্থান। মনোরম দৃশ্যের এই এলাকাটি পৌরবাসীর বিনোদনের ও ঘুরে বেড়ানোর অন্যতম আশ্রয়।

প্রতিদিন বিকেল হলেই অনেকেই সেখানে সময় কাটাতে যান। তবে এই জায়গার সৌন্দর্য হারিয়ে যাচ্ছে অযত্ন অবহেলায়। কোথাও খরের পালা, কোথাও ইটের স্তূপ কিংবা নোংরা আবর্জনার ছড়াছড়ি সব মিলিয়ে ভ্রমণকারীদের জন্য তা বিরক্তিকর হয়ে উঠেছে।

পৌরবাসী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন এলাকাটি আবর্জনামুক্ত করা ও সেখানে আধুনিক বিনোদনকেন্দ্র গড়ে তোলার জন্য। বেড়া পৌরসভার পক্ষ থেকে ইতোমধ্যে একটি শিশুপার্ক এবং আধুনিক বিনোদন পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

পোর্ট এলাকাটি মূলত ২০০৬ সালে পাউবো কর্তৃক নির্মিত একটি পরিত্যক্ত বিশাল নৌঘাট। ‘বেড়া নৌবন্দর পুনরুজ্জীবিত প্রকল্প’ এর আওতায় ডাক বাংলোর পাশে নির্মিত হয় এটি। হুরাসাগর পারের জেলা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন এই ঘাটটির দৈর্ঘ্য ২৭৫ মিটার, পাশে আরও ১০০ মিটার করে নদীর দিকে সম্প্রসারিত। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঘাটটি ধাপে ধাপে সিঁড়ির মতো বাঁধানো।

আরও পড়ুন

পরবর্তীতে প্রকল্প বাতিল হওয়ায় নৌঘাটটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তবে ভালো যোগাযোগ ব্যবস্থা থাকায় ধীরে ধীরে এটি বিনোদনের জায়গা হিসেবে পরিচিতি পায়। গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, নারী-শিশুসহ কয়েক হাজার মানুষ সেখানে ভিড় করেছেন। কিন্তু বিভিন্ন স্থানে খরের পালা, ধান শুকানোর সরঞ্জাম ও ছড়িয়ে থাকা আবর্জনার কারণে চলাচলে সমস্যা হচ্ছে। অনেক দর্শনার্থীকে বিরক্তি প্রকাশ করতেও দেখা যায়।

সাঁথিয়া থেকে আসা চাকরিজীবী রাজু আহমেদ বলেন, অনেকদিন ধরেই শুনছি এখানে আধুনিক পার্ক হবে। কিন্তু কোনো অগ্রগতি দেখি না, বরং জায়গাটি দিন দিন অপরিচ্ছন্ন হয়ে উঠছে। বেড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ফিরোজুল আলম জানান, পোর্ট এলাকা জঞ্জালমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

পাশাপাশি একটি আধুনিক বিনোদন পার্ক গড়ে তোলার জন্য প্রকল্পের নকশা তৈরি করে সংশ্লিষ্ট সংস্থাগুলোতে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন ও অর্থ বরাদ্দ পাওয়া গেলে শিগগিরই কাজ শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে:নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জে যানজট নিরসনে ডিসির সঙ্গে ৪২ সংগঠনের বৈঠক

বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়া সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত