জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষে
ঢাবি চারুকলা অনুষদে সেমিনার ও শিল্পকর্ম প্রদর্শনী

ঢাবি প্রতিনিধি : ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হলো “জুলাই গণ-অভ্যুত্থান: শোক ও বিজয়” শীর্ষক এক সেমিনার।
মঙ্গলবার (২২ জুলাই) এ সেমিনার অনুষ্ঠিত হয়। একইসঙ্গে, অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয় চার দিনব্যাপী এক বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি প্রদর্শনীর উদ্বোধন করেন এবং সেমিনারে বক্তব্য প্রদান করেন।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ-এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও প্রদর্শনীর কিউরেটর ড. শেখ মনির উদ্দিন। আলোচনায় অংশ নেন প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. আব্দুস সাত্তার, গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম ও মো. ইসরাফিল প্রাং এবং শিল্পকলার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দে।
আরও পড়ুনপ্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মামুন আহমেদ তার বক্তব্যে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব শিক্ষা ও গবেষণা হলেও ইতিহাসের প্রতিটি সংকট মুহূর্তে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শিক্ষা ও সমাজের অগ্রযাত্রায় এই বিশ্ববিদ্যালয় এখন একটি শক্তিশালী সামাজিক প্রতিষ্ঠান।” তিনি আরও বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি মানবিক, ন্যায্য ও গণমুখী রাষ্ট্র নির্মাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শিল্পকর্ম প্রদর্শনীটি ২৫ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মন্তব্য করুন