ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, ছবি: সংগৃহীত।

এইচএসসি ও সমমানের আজ মঙ্গলবারের (২২ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. এহসানুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় কলেজের শিক্ষার্থীদের জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার কারণে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করায় আজ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর পরীক্ষাসমূহ নির্দেশক্রমে স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আজকের স্থগিত হওয়া পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিস্তারিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।এর আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হওয়ার কথা জানিয়েছেন । সোমবার (২১ জুলাই) মধ্যরাতে তার ফেসবুক আইডি থেকে এ তথ্য জানানো হয়। 

ফেসবুক পোস্টে বলা হয়, ‘শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাত হয়েছে। আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।’

আরও পড়ুন

পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা।’
এইচএসসি পরীক্ষা স্থগিত মাইলস্টোন স্কুল বিমান বি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার

কুমিল্লায় পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে সরকার

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা

‘ঢাকা শহরে কীভাবে এ ধরণের প্রশিক্ষণ করা হচ্ছে’ প্রশ্ন নায়িকা বর্ষার

ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাজ্য-ফ্রান্সসহ ২৩ দেশের বিবৃতি