ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

এইচএসসির ফলাফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে

এইচএসসির ফলাফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান।
 
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে।
 
 
তিনি বলেন, আশা করছি, এই সময়ের মধ্যেই এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।’
 
 
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন, যা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে পুনরায় সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়ায় তা শেষ হয় ১৯ আগস্ট।
 
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছিলেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।
এদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা হয়।
 
পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সেই হিসাবে ফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখ শিক্ষার্থী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ে আগ্রহী ভুটান

রাজশাহীতে পদ্মায় নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ২

পচা নির্বাচন ও নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার কারণে জুলাই আন্দোলন : ইসি সানাউল্লাহ

ডাকসুর উদ্যোগে ঢাবির প্রতিটি হলে হচ্ছে আধুনিক কম্পিউটার ল্যাব 

ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল অনৈতিক ও অবৈধ : পেজেশকিয়ান

আমরা ঘুণে ধরা বাংলাদেশকে বদলাতে চাই : ডা. শফিকুর রহমান