ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ব্রোঞ্জ পদক জেতা হকি দলের তিশাকে নওগাঁয় সংবর্ধনা

নওগাঁয় ব্রোঞ্জ পদক জেতা হকি দলের তিশাকে সংবর্ধনা। প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি : অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে ব্রোঞ্জ পদক জেতা নারী হকি দলের সদস্য তাশফিয়া জান্নাত তিশাকে নওগাঁয় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক তুলে দেন।

তিশার বাড়ি নওগাঁ শহরের পলিটেকনিক মোড়ের লাটাপাড়া এলাকায়। নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ার সময় ২০২২ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে চান্স পান তিশা। এখন বিকেএসপিতে দশম শ্রেণিতে পড়ছেন তিশা। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার অরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, সুমন আলীসহ প্রশাসনের কর্মকর্তা ও হকি দলের সদস্য তিশার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা পেয়ে তিশা বলেন শুরুটা সহজ ছিল না। কখনো খেলায় হেরে কষ্ট পেয়েছি, কখনো শরীরের ব্যথায় ভেঙে পড়েছি। কিন্তু একটিবারও ভাবিনি ছেড়ে দেব। আমার ইচ্ছা আমি যেন একদিন জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হতে পারি। আমি চাই, দেশের নাম আরও বড় করে তুলতে। চাই আমার জেলা নওগাঁর নাম যেন সবাই জানে এই জেলার মেয়েরা পারে, স্বপ্ন দেখে, আর সেটা পূরণ করতেও জানে।

আরও পড়ুন

জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বলেন তিশার মতো খেলোয়াড়রা আমাদের ভবিষ্যতের পথ দেখায়। আমরা চাই, ওর মতো আরও অনেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করুক। জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা সব সময় পাশে থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, তিশা বাংলাদেশের সম্পদ। হকি কিছুটা হারিয়ে যাচ্ছিল। এখন আবার প্রাণ ফিরে পাচ্ছে। তিশাদের মাধ্যমে নতুন করে আশার আলো দেখছি। নওগাঁর প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়ের পাশে আমরা আছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সব আয়োজন তিন দিনের জন্য স্থগিত

না ফেরার দেশে শিক্ষক মাহেরীন

চাঁপাইনবাবগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি শিক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

পুলিশের ওপর হামলা করে আ’লীগ নেতাকে ছিনিয়ে নিল পরিবার, ৪ জন পুলিশ আহত : ১ জন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে মদ ও গাঁজাসহ দুই মাদকসেবীর জেল-জরিমানা