ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

বিধ্বস্ত বিমানের পাইলটের খোঁজ নেই , চলছে উদ্ধারকাজ

বিধ্বস্ত বিমানের পাইলটের খোঁজ নেই , চলছে উদ্ধারকাজ, ছবি: সংগৃহীত।

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলটের খোঁজ পাওয়া যাচ্ছে না। আজ সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের এ দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন বহু। আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় উদ্ধার কাজ চলছে।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানান, স্কুল মাঠ এলাকার এ ঘটনায় আহতদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে আনা হচ্ছে। তবে বিমানের পাইলটের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।

এদিকে বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান জানান, বিমানের আগুন নিয়ন্ত্রণে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

আরও পড়ুন

মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, ‘বিদ্যালয় শাখার ক্যানটিন লাগোয়া একটি ক্লাসরুম বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাবাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কলেজ কর্তৃপক্ষকেও ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সব আয়োজন তিন দিনের জন্য স্থগিত

না ফেরার দেশে শিক্ষক মাহেরীন

চাঁপাইনবাবগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি শিক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

পুলিশের ওপর হামলা করে আ’লীগ নেতাকে ছিনিয়ে নিল পরিবার, ৪ জন পুলিশ আহত : ১ জন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে মদ ও গাঁজাসহ দুই মাদকসেবীর জেল-জরিমানা