রংপুরে ২১টি যানবাহনের ৪৫ হাজার টাকা জরিমানা

রংপুর প্রতিনিধি : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) রংপুর সার্কেল নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করে। আজ রোববার (২০ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে ২১টি যানবাহনের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সড়কের শৃঙ্খলা ফিরে আনতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যানবাহন ও কাগজপত্রে ত্রুটি পাওয়ায় বাস, ট্রাকসহ ২১টি যানবাহনের বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়েছে।
আরও পড়ুনএ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) রংপুর সার্কেলের সহকারি পরিচালক মো: শফিকুল আলম সরকারসহ বিআরটিএ’র কর্মকর্তা কর্মচারীরা।
মন্তব্য করুন