ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জ হকার্স মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

সংগৃহিত,নারায়ণগঞ্জ হকার্স মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

মফস্বল ডেস্ক : নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকার হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ঘণ্টাখানেকের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। সেই সঙ্গে আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন। পাশাপাশি আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে হকার্স মার্কেটে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিক নিজেরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন না নিভলে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মুন্না নামের এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, হকার্স মার্কেটের অধিকাংশ জামাকাপড়ের দোকান। আমার দোকানটিতে কিছুদিন আগে ২০ লাখ টাকার মালামাল কিনে রাখি। আগুনে আমার অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন

ঘটনাস্থল পরিদর্শনে আসা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ বলেন, সিটি করপোরেশনের উদ্যোগে চাষাঢ়ায় হকার্সদের পুনর্বাসনের জন্য টিন দিয়ে তৈরি ৬৪২ ছোট দোকান ঘর নির্মাণ করে দেওয়া হয়েছিল। আগুনে হকার্স মার্কেটের ৩০টি দোকানঘর পুড়ে গেছে।

তিনি আরও বলেন, হকার্স মার্কেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাড়া দেওয়া হলেও দাহ্য পদার্থের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। চেম্বার অব কমার্সের প্রতি হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা এবং দোকানগুলো পুনর্নির্মাণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতি অনুরোধ জানান তিনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান বলেন, খবর পাওয়া মাত্রই আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াসমিনের অনলাইন থেকে অফলাইনে পথচলা

১৫০ টি বৃদ্ধাশ্রমের দায়িত্ব নিলেন রামচরণের স্ত্রী

এক মৌসুমেই পিএসজির বাজারমূল্য বেড়েছে ২২৬ মিলিয়ন ইউরো

কোহলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ কর্নাটক সরকারের

হাঁটুর বয়সী নায়কের সঙ্গে প্রেমে মেতেছেন কারিনা!

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের হোতা কারা, দেশের মানুষ জেনে গেছে: ফারুক