ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

জার্মানি-ফ্রান্স-যুক্তরাজ্য একটি বেপরোয়া পদক্ষেপ নিতে যাচ্ছে : আব্বাস আরাগচি

জার্মানি-ফ্রান্স-যুক্তরাজ্য একটি বেপরোয়া পদক্ষেপ নিতে যাচ্ছে : আব্বাস আরাগচি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ‘বেপরোয়া’ কৌশল অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সতর্ক করে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের জোটবদ্ধতা বিশ্বজুড়ে ইউরোপের যে অবস্থান রয়েছে, সেটিকে খর্ব করবে।

দ্য গার্ডিয়ানে রোববার লেখা এক নিবন্ধে আরাগচি এসব কথা বলেন। ইউরোপের এ তিনটি দেশকে ‘ই থ্রি’ হিসেবে উল্লেখ করে বলেন, দেশ তিনটি এমন একটি প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত এগিয়ে নিচ্ছে, যা ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। এর কোনো আইনি মানদণ্ড নেই। এটি ব্যর্থ হতে বাধ্য। তিনি বলেন, আসল সত্যটা হলো, তারা (ই থ্রি) ইচ্ছাকৃতভাবে একটি বেপরোয়া পদক্ষেপ নিতে যাচ্ছে। গুরুতর ভুল অনুমানের ওপর ভিত্তি করে নেওয়া এ পদক্ষেপ উল্টো ফল দেবে। ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আবারও কার্যকর করার জন্য গত আগস্টে ইউরোপের তিনটি বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য ৩০ দিনের একটি প্রক্রিয়া শুরু করেছে। 

আরও পড়ুন

দেশ তিনটি ইরানের বিরুদ্ধে ২০১৫ সালে সই করা পারমাণবিক কর্মসূচি সীমিত করার চুক্তির ‘গুরুতর লঙ্ঘনের’ অভিযোগ এনেছে। তিনি অভিযোগ জানিয়ে লেখেন, ইরান নয়, বরং ২০১৫ সালে সই হওয়া যৌথ কর্মপরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

মন কাড়ছে ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ভিভো ভি৬০

নওগাঁর পোরশায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

বগুড়ার দুপচাঁচিয়ায় হত্যা মামলায় আ’লীগ নেতা আজমল গ্রেফতার

রাতের আঁধারে মন্দিরে চুরি, প্রতিমার গলার স্বর্ণের হার ও দানবাক্স লুট