ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান : ইরানী সেনাপ্রধান

ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান : ইরানী সেনাপ্রধান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। তিনি বলেন, এর আগে ১২ দিনের যুদ্ধে পশ্চিমাদের সহযোগিতা নিয়েও তেলআবিব পরাজিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

ইসফাহান, তাবরিজ এবং হামাদান শহরে সেনাবাহিনীর ইউনিট পরিদর্শনকালে হাতামি বলেন, দখলকার ইসরায়েল ন্যাটোসহ পশ্চিমাদের সহযোগিতায় নিজেকে রক্ষা করতে চেয়েছিল। কিন্তু তারা বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার উদ্দেশ্যে চালানোর হামলার প্রতিক্রিয়া জানাতে আমাদের সেনা, নৌ ও বিমানবাহিনীসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড, বাজিস এবং জনগণ সর্বাত্মক সহযোগিতা করেছে। তিনি বলেন, পারমাণবিক কর্মসূচি ইরানিদের রক্ষার স্বার্থেই তৈরি করা হয়েছে, তাই এটি কেউ ধ্বংস করতে পারবে না।

আরও পড়ুন

হাতামি বলেন, ইসরায়েল ও তার মিত্ররা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল। কিন্তু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের পরিকল্পনাকে রুখে দেয়। ইসরায়েলের আগ্রাসনকে প্রতিহত করতে ইরানি জনগণের অপ্রত্যাশিত সমর্থনের কথা তুলে ধরে হাতামি বলেন, শক্তি জোগাতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় দুদক’র মামলা পরিচালনার জন্য তিন পিপি নিয়োগ

সেন্টমার্টিনে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক

সাতক্ষীরায় পুলিশে চাকরির প্রলোভন, প্রতারকের এক মাস কারাদণ্ড

নেপালে জেল ভেঙে পালাচ্ছেন বন্দিরা!

ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

বগুড়ার ধুনটে ডা. ওয়াছিম-ওয়ালেদা মেধাবৃত্তি পেলেন ৬৪ শিক্ষার্থী