ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ক্রোয়েশিয়াকে জিতিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে লুকা মদ্রিচ

ক্রোয়েশিয়াকে জিতিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে লুকা মদ্রিচ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মন্টেনেগ্রোর বিপক্ষে এমনিতেই ফেবারিট ক্রোয়েশিয়া। ঘরের মাঠে নিজেদের শক্তি-সামর্থ্যের দুর্দান্ত প্রদর্শনী দেখাতে পারবেন দেশটির ফুটবলাররা, তা ছিল অনেকটা জানা কথা। ব্যতিক্রম কিছু হয়নি। মন্টেনেগ্রোকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ‘এল’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ক্রোয়াটরা।

ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ আবারও প্রমাণ করলেন তার অম্লান ফুটবল নৈপুণ্য। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে মন্টিনেগ্রোর বিপক্ষে দাপুটে জয়ে গ্রুপে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি মদ্রিচ আরও একবার ইতিহাসের সামনে দাঁড়ালেন। ৪০ বছর ৯ মাস বয়সে পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে তিনি। জাগরেবে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ক্রোয়েশিয়া। ৩৫ মিনিটে মদ্রিচের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে ক্রিস্টিয়ান ইয়াকিচ প্রথম গোল করেন। এরপর ৫১তম মিনিটে আন্দ্রেজ ক্রামারিচ ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে লভরো মায়ার (৮৫ মিনিটে) এবং ইভান পেরিসিচ (৯০+১ মিনিটে) আরও দুটি গোল করে ৪-০ তে জয় নিশ্চিত করেন।

পুরো ম্যাচে মন্টিনেগ্রো ক্রোয়েশিয়ার আক্রমণ থামাতে ব্যর্থ হয়, নিজেরা তেমন কোনো সুযোগও তৈরি করতে পারেনি। এ জয় দিয়ে জ্লাতকো দালিচের দল টানা চার ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে বাছাইপর্বে শীর্ষস্থান ধরে রাখলো। 

আরও পড়ুন

যদি ক্রোয়েশিয়া ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে, তবে মদ্রিচ ৪১ বছরে পা রাখতে চলেও খেলবেন। এটি হবে তার পঞ্চম বিশ্বকাপ (২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ এরপর), যা তাকে ফুটবল ইতিহাসে বিরল এক কীর্তির অংশ করে তুলবে। ক্রোয়েশিয়ার স্বাধীনতার পর থেকে এটি হবে তাদের সপ্তম বিশ্বকাপ অংশগ্রহণ, যা ইউরোপিয়ান ফুটবলে তাদের ধারাবাহিক সাফল্যের প্রমাণ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে দুই মহাসড়কে দিনভর দীর্ঘ যানজট

সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ

শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ জেলা কুড়িগ্রাম : জেলা প্রশাসক কুড়িগ্রাম

কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে প্রাণ গেলো বৃদ্ধার

শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার