ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে কাঁঠাল-মুড়ি খেয়ে ভাই-বোনের মৃত্যু

সিরাজগঞ্জে কাঁঠাল-মুড়ি খেয়ে ভাই-বোনের মৃত্যু, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচিতে কাঁঠাল ও মুড়ি খেয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাকি বিল্লাহ (৫) ও আছিয়া খাতুন (৪) সম্পর্কে আপন ভাই-বোন। তাদের বাবা নুরুল হক একজন তাঁত শ্রমিক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে নিহতের পরিবার জানায়, বুধবার দুপুরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাঁঠাল-মুড়ি খায় শিশু বাকি বিল্লাহ ও আছিয়া খাতুন। তবে খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়ে। পরে এনায়েতগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এরপর বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে ভাই-বোনকে দাফন করা হয়।

আরও পড়ুন

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাদ্যে বিষক্রিয়া হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১