ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ এমদাদ (৩০) নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে শিক্ষার্থীর মা ছালমা আক্তার বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ে করেন। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোঃ এমদাদ দৌলতপুর (খাঁনবাড়ি) গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের দৌলতপুর গ্রামের তাফসিরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় ঐ শিশু আরবি শিখতো। গত শনিবার (১২ জুলাই) সকালে শিশুটির মা তাকে মাদ্রাসায় দিয়ে আসার পর অভিযুক্ত শিক্ষক মোঃ এমদাদ বারান্দার একটি কক্ষে নিয়ে জোর করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় শিশুটি ডাক-চিৎকার শুরু করলে শিক্ষক এমদাদ পালিয়ে যায়। শিশুটি ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানায়। এলাকায় বিষয়টি জানাজানি হওয়ার পর একটি পক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে সমালোচনা শুরু হয়।

আরও পড়ুন

শিশুটির মা ছালমা আক্তার বলেন, আমার মাছুম শিশুকে কোরআন শরীফ শিখানোর জন্য মাদ্রাসায় দিয়েছিলাম। শয়তান এমদাদ হুজুর আমার মাছুম বাচ্চার সর্বনাশ করতে চেয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) আব্দুর রহিম সরকার বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শিশুটিকে জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোঃ এমদাদ পলাতক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১