ভিডিও বুধবার, ১৬ জুলাই ২০২৫

বৃষ্টি দিয়েই শুরু হলো বৃষ্টির মাস ‘শ্রাবণ’

বৃষ্টি দিয়েই শুরু হলো বৃষ্টির মাস ‘শ্রাবণ’

স্টাফ রিপোর্টার : আজ শ্রাবণের আমন্ত্রণে, দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে’...আষাঢ় মাসের শেষে প্রকৃতিতে অঝোর ধারার এরকম দৃশ্যপট সবারই কাম্য। আজ বুধবার পহেলা শ্রাবণ। সকালের বৃষ্টি দিয়েই শুরু হয়েছে বৃষ্টির মাস শ্রাবণ। দিনমান এই ঝিরি-ঝিরি বৃষ্টি। কিছুক্ষণ মুষলধারায়, তারপর বিরতি। ফের আকাশ কালো করে ঝর-ঝর বৃষ্টি।

এবারের শ্রাবণে বৃষ্টির এমন নিসর্গ উপভোগ করছে অনেকে। তবে এর উল্টো দিকে ভোগান্তি কম নয়। বেশিরভাগ স্কুলে পরীক্ষা হচ্ছে। সকাল থেকে এমন সুরেলা বৃষ্টিতে বিপাকে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ। এমন বৃষ্টি চলবে আরও কয়েকদিন।

বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়ে ঝরো ঝরো মুখর বাদর দিনের দেখা মিলেছে খুব অল্প। মুষলধারে বৃষ্টি নেই, বিলঝিলে টইটম্বুর পানি নেই, নদ-নদীতে ঢল নেই। বৃষ্টিহীন কেটে গেছে আষাঢ়ের অনেক দিন। ভারী বর্ষণ ছাড়াই প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবনকে স্বস্তি দিতে বৃষ্টির আগমন নিয়ে প্রকৃতিতে এলো  শ্রাবণ।

আবহাওয়াবিদরা জানান, লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কয়েকদিন। বৃষ্টিপাতের জন্য গত কয়েকদিনের তাপদাহ থেকে স্বস্তি পেয়েছে মানুষ। তারা আরও জানান, শুক্রবার থেকে বৃষ্টিপাত একটু কমবে। এরপর তিনদিন পর আবারও বৃষ্টি শুরু হবে।

আরও পড়ুন

শ্রাবণে বৃষ্টির ফোটায় তৈরি হয় রংধনু। রংধনুর এমন দৃশ্যপটের মধ্যে বর্ষায় নদ-নদী ফুলে ফেঁপে ওঠে রুদ্ররূপ ধারণ করে। কখনো বন্যায় ভাষায়, কখনো নদীর দু’কূল ভাঙে। নদী তীরের মানুষ ব্যস্ত হয়ে ওঠে নিজেদের রক্ষায়। শহরের জীবনে মুষলধারে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হয়ে ড্রেনেজ ব্যবস্থাকে গুঁড়িয়ে দিয়ে ডুবিয়ে দেয় রাস্তাঘাট।

মায়েরা ব্যস্ত হয়ে পড়েন তাদের সন্তানকে প্রকৃতির রুদ্ররূপ থেকে বাঁচাতে। তাইতো বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ‘নীল নবঘণে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো তোরা আজ যাসনে ঘরের বাহিরে।’ মাঝিরা নৌকায় জাল নিয়ে বৃষ্টির মধ্যে চলে যায় নদীতে। চাষিরা ব্যস্ত হয়ে পড়েন ধানের চারা রোপণে। শ্রাবণে ভালবাসায়, ভোগান্তিতে মিলেমিশে একাকার হয়ে জীবনের অর্থ খুঁজে নিয়ে মানুষের পথচলা শুরু করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আজ রাত ৮টা থেকে কারফিউ জারি

সাভারে মাদরাসা শিক্ষার্থীকে গণধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ১

‘তোদের চরম মূল্য দিতে হবে, এই গভর্নমেন্টকেও’

পিরোজপুরে জমির বিরোধে খুন: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের

সেনাবাহিনীর এপিসিতে চড়েই গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা