খুলনায় ট্রাক-ট্রেন সংঘর্ষ, যাত্রী নিহত

খুলনায় ট্রেন এবং ট্রাকের সংঘর্ষে ট্রেনের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় ট্রেনের ৮ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনা-যশোর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার হলে রাত সাড়ে ১২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নিহত মো. শহিদুল ইসলাম খান (৬৫) ঝিনাইদহ থানার খাজুরা পূর্বপাড়া গ্রামের মৃত আসমত আলী খানের ছেলে।
আরও পড়ুনস্থানীয় সূত্রে জানা যায়, আফিল গেট বাইপাস সড়ক রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে এর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এসময় খুলনার দিকে আসা ট্রেন ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, রাত সোয়া ৮টার দিকে ডাউন মহানন্দ ট্রেনটি খুলনার দিকে আসছিল। এসময় একটি ট্রাক ট্রেন লাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।
মন্তব্য করুন