হেরোইন পাচারের সময় রাজশাহীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি : যাত্রীবেশে অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় রাজশাহীতে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। র্যাবের চৌকস একটি অপারেশন দল গতকাল সোমবার বিকেল পৌনে ৪টায় রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রথম শ্রেণির যাত্রী বিশ্রামাগারের সামনে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলো, গোদাগাড়ী থানার হাবাজপুর এলাকার ফাহারুল ইসলাম (৩০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ফাহারুল ইসলামের কাছ থেকে ৭৩ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহারুল স্বীকার করে, হেরোইনগুলো টাঙ্গাইল জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলো।
আরও পড়ুনর্যাব জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় যুক্ত ফাহারুল ইসলাম অভিনব কৌশলে মাদক পরিবহণ করে আসছিলো। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।
মন্তব্য করুন