ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

মৌলিক সংষ্কার ও জুলাই সনদ ছাড়া কোন বিকল্প চিন্তা নয়----নাহিদ ইসলাম

মৌলিক সংষ্কার ও জুলাই সনদ ছাড়া কোন বিকল্প চিন্তা নয়----নাহিদ ইসলাম

নাটোর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ফ্যাসিবাদকে হঠাতে সক্ষম হয়েছি। তবে শুধুমাত্র ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না। নতুন করে মৌলিক সংষ্কারের মাধ্যমে এই দেশকে গড়ে তুলতে হবে। দেশের মৌলিক সংস্কার প্রয়োজন। জুলাই ঘোষণাপত্র দিতে হবে। গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন রাষ্ট্রে তাদেরকে শহিদ হিসেবে স্বীকৃতি দিতে হবে। সংবিধানের স্বীকৃতি থাকতে হবে। এর জন্যই প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমরা কোন ধরনের ষড়যন্ত্র কোন ধরনের তালবাহানা মেনে নিবো না। কোন বিকল্প চিন্তার সুযোগ নেই।

আজ সোমবার (০৭ জুলাই) দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন। এরআগে ক রাজশাহী থেকে সড়ক পথে নাটোরে এসে পৌঁছান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জুলাই আন্দোলনের এসব নেতাদের নাটোর-রাজশাহী সীমান্ত এলাকা থেকে নাটোরের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে নাটোরে স্বাগত জানান। দেশ গড়তে এনসিপি’র জুলাই পদযাত্রার সপ্তম দিনে নেতৃবৃন্দ পদযাত্রা নিয়ে শহরের স্টেশন বাজার হেঁটে বেলা আড়াইটার দিকে শহরের মাদরাসা মোড়ের স্বাধীনতা চত্বরের পথসভায় মিলিত হন। সেখানে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। পথসভায় নাহিদ আরও বলেন, এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে সমতা থাকবে, যেখানে ইনসাফ থাকবে। একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়াই নতুন প্রজন্মের ছাত্র-জনতার আকাঙ্খা। কিন্তু গত ৫ আগস্ট বিজয়ের পর থেকে নানা পক্ষ সেই আকাঙ্খা থেকে সরে গিয়েছে। নাটোরের কর্মসূচিতে ন্য্যক্করজনকভাবে বাধা দেওয়ার অপচেষ্ঠা করা হয়েছে। ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। মাত্র এক বছর আগে ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে যারা বাধা দিয়েছিল বাংলার জমিতে তাদের ঠাঁই হয়নি। এখনো শিক্ষা না নিলে বাধা প্রদানকারীদের পরিণতিও তাদের মতোই হবে।

তিনি বলেন, নাটোরের আটজন শহিদ রয়েছেন। তারা গণঅভ্যুত্থানে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন। স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আমরা সেই শহিদের শ্রদ্ধাভরে স্মরণ করি। শহিদরা যে আকাঙ্খার জন্য, নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল আমরা যেন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের মৌলিক কাঠামোতে যদি হস্তক্ষেপ করা হয়, মৌলিক সংস্কারে যদি বাধা দেওয়া হয় তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন-এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবীন, সদস্য সচিব আখতার হোসেন, এনসিপি’র কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল, নাটোর জেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ জার্জিস কাদির ও সিনিয়র যুগ্ম সমন্বয়কারী নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নাফ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন-এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা শারওয়ার নিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পথসভা শেষে স্থানীয় একটি রেস্তোঁরায় শহিদ ও আহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করে বিকেলে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় জুলাই পদযাত্রার গাড়ি বহর।

আরও পড়ুন

এদিকে ‘নাটোরের বনপাড়ায় এনসিপি’র নেতারা আসলে দেখে নেয়া হবে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার এমন প্রচারণা চালানোর কারণে নাশকতার আশঙ্কায় খোরশেদ আলম নামে একজনকে আটক করেছে নাটোরের গোয়েন্দা পুলিশ। অপরদিকে এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের নাটোরে আগমনে শুভেচ্ছা জানিয়ে শহরের লাগানো অনেক ব্যানার ফেস্টুন রোববার দিবাগত গভীর রাতে দুস্কৃতিকারীরা ছিঁড়ে ফেলেছে। নাটোর স্টেশন বাজার ও নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ এলাকায় এসব ব্যানার ফেস্টুন নষ্ট করা হয়।

এদিকে, আমাদের রাজশাহী প্রতিনিধি জানিয়েছেন, গত রোববার এনসিপি’র দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে এক পদযাত্রার পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম বলেন, আমাদের যদি নদীর হিস্যা, পানির হিস্যা বুঝে নিতে হয়, সীমান্তকে যদি রক্ষা করতে হয়। তবে এ রাজশাহী শহর থেকে আবারও লংমার্চ করবো।’
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, গত রোববার বেলা আড়াইটায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে এনসিপি চাঁপাইনবাবগঞ্জ আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাঁপাইনবাবঞ্জে জুলাই আন্দোলনের কেন্দ্রস্থল শহরের শান্তিমোড়ে পৌঁছান। সেখান থেকে শহরের প্রধান সড়ক ধরে পদযাত্রা শুরু করে শহরের বাতেন খাঁর মোড়, নিমতলা মোড়, বড়ইন্দারা মোড়, গাবতলা মোড় এবং প্রেস ক্লাবের সামনে দিয়ে সরকারি কলেজ মোড়ে পৌঁছে সভায় যোগ দেন। পরে নেতৃবৃন্দ শহরের ক্লাব সুপার মার্কেটে দলটির জেলা কার্যালয় উদ্বোধন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক যোগে ঢাবির ১২ নেতাকে অব্যহতি দিলো ছাত্রদল 

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

স্বর্ণের দাম কমলো ভরিতে ১৫৭৫ টাকা

বগুড়ার গাবতলীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার