ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় মাদরাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে করা মামলায় আব্দুল লতিফ (৫৬) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপহৃত মাদরাসাছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

আব্দুল লতিফ উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের শাহজাহান আলীর ছেলে। গতকাল রোববার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার ও তার হেফাজত থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আব্দুল লতিফের দুই স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাঁশপাতা গ্রামের নবম শ্রেণির ওই ছাত্রী প্রায় ছয় মাস বাড়ি থেকে মাদরাসায় যাতায়াতের পথে আব্দুল লতিফ তাকে কুপ্রস্তাব দেয়। মেয়েটি তার প্রস্তাবে রাজি হয়নি। এ অবস্থায় গত ৮ জুলাই সকাল সাড়ে ৮টায় বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার সময় পথিমধ্যে ধেরুয়াহাটি গ্রামের ফাঁকা রাস্তায় সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায় আব্দুল লতিফ।

আরও পড়ুন

এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা বাদি হয়ে ১১ জুলাই আব্দুল লতিফের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। 
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মোহাম্মাদ আলী বলেন, ভিকটিমের জবানবন্দী রেকর্ডের জন্য আদালতে ও শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় দুপচাঁচিয়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

বগুড়ায় যৌতুকের দাবিতে মারপিট মামলার আসামি শুভ ও দেলোয়ার গ্রেফতার

দিনাজপুরের হিলিতে মাদকসহ মা-ছেলে ও দেবর আটক

হাঁসের মালাইকারি রাঁধবেন যেভাবে

শরীয়তপুরে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষক কারাগারে

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু