দিনাজপুরের হিলিতে মাদকসহ মা-ছেলে ও দেবর আটক

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদকবিরোধী অভিযানে মা-ছেলে ও দেবরসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে করা হয়।
আটককৃতরা হলো- হিলি পৌর শহরের বালুচর এলাকার জহুরুল ইসলাম জনির স্ত্রী শানু বেগম (৩২) ও তার ছেলে জীবন ইসলাম (১৬) এবং ছোট ভাই স্বপন মিয়া (২৮)। আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি জানিয়েছেন হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
আরও পড়ুনহাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আজ রোববার (২৪ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের উত্তর বাসুদেবপুর (বালুরচর) এলাকায় পুলিশ অভিযান চালায়। অভিযানে শানু বেগমের বসতবাড়ি থেকে ৫৮০ পিস এ্যাম্পল ও ২৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাদের তিনজনকে আটক করা হয়।
মন্তব্য করুন