বনানীতে পথশিশুকে ধর্ষণ

রাজধানীর বনানীতে আট বছরের এক পথশিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়।
বনানী থানার এসআই মো. রফিক জানান, খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনওসিসির ভারপ্রাপ্ত সমন্বায়ক ডা. তাইয়েবা সুলতানা জানিয়েছেন, মঙ্গলবার (১৫ জুলাই) সকালে শিশুটির ফরেনসিক শেষ করা হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। সব রিপোর্ট আশার পর পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত তারা পেয়েছেন।
শিশুটির গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় বলে জানা গেছে। তবে সে বনানী এলাকায় ভাসমান। তার স্বজনদের সন্ধান করছে পুলিশ।
মন্তব্য করুন