ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ছেলের শরীরে নির্যাতনের চিহ্ন দেখে বাবার মৃত্যু

ছেলের শরীরে নির্যাতনের চিহ্ন দেখে বাবার মৃত্যু

কুমিল্লার দাউদকান্দিতে ছেলেকে অপহরণের পর নির্যাতনের চিহ্ন দেখে হৃদক্রিয়া বন্ধ হয়ে সুরুজ মিয়া নামের (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (১৪ জুলাই) দুপুরে সুরুজ মিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে রোববার (১৩ জুলাই) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত সুরুজ মিয়া (৭০) দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের তাজু মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, নিহত সুরুজ মিয়ার ছেলে মো. পাবেল (২৫) গতকাল রোববার দুপুরে উপজলোর গৌরীপুর বাজারের ঈদগাঁ মাঠে কবুতর কিনতে যান। বাজার থেকে কয়েকজন তাকে অপহরণ করে পশ্চিম বাজার একটি বাসায় নিয়ে যায়। এরপর মুক্তিপণ বাবদ পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে পাবেলের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়।

পরে বাধ্য হয়ে অপহরণকারীদের দাবি করা টাকা বিকাশে পরিশোধ করার পর রোববার রাত সাড়ে ৮টায় মুক্তি পায় পাবেল। বাড়ি ফেরার পর পাবেলের শরীরে অপহরণকারীদের নির্যাতনের চিহ্ন দেখে মুহূর্তেই ঢলে পড়েন বাবা সুরুজ মিয়া। তাৎক্ষণিক তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

পাবেলের ফুফাতো ভাই কাইয়ুম হাসান সাংবাদিকদের বলেন, রোববার আমার ভাই পাবেল কবুতর কিনতে গৌরীপুর বাজারে যায়। এসময় প্রথমে দুই জন এসে পাবেলকে বলে এই তুই টাকা নিছস, টাকা দেছনা কেন- বলেই চড় থাপ্পড় মারা শুরু করে। আরও ৫/৬ জন এসে ডেকে নিয়ে চোখ বেঁধে ফেলে। পরে একটি বাসায় নিয়ে আটকে রেখে পাবেলের ওপর নির্যাতন চালায়। মুক্তির পর পাবেলের গায়ে নির্যাতনের চিহ্ন দেখে পাবেলের বাবা স্ট্রোক করেন। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী  বলেন, ফেসবুকে এমন একটি ঘটনার কথা শুনে আমরা নিহতের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি। পরিবারটি এখন শোকাহত। তারা আগে অভিযোগ দেননি। আমরা বিষয়টি তদন্ত করছি। অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগ অবরোধ করল স্বেচ্ছাসেবক দল

সুন্দরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এফএফএসবির নতুন সভাপতি মসিহউদ্দিন শাকের

সীমান্তে বিএসএফের গুলিতে আহত যুবক বিজিবির হাতে আটক

কালীগঞ্জে নদীতে ঝাঁপ দিয়ে শিশু নিখোঁজ